ইসলামপুরে ১৪৪ ধারা ভঙ্গ: দুই ফটোকপি দোকানি আটক, দোকান সিলগালা
জামালপুরের ইসলামপুরে এসএসসি পরীক্ষা চলাকালে সরকারি নির্দেশনা অমান্য করে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে দুইজন ফটোকপি দোকানিকে আটক করা হয়েছে। একইসঙ্গে একটি ফটোকপির দোকান সিলগালা করেছে প্রশাসন।
বুধবার (৯ এপ্রিল) সকালে ইসলামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশে আজিজ কম্পিউটার নামের একটি দোকান খোলা রাখার অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে দোকানটি সিলগালা করা হয়।
আটককৃতরা হলেন—মেলান্দহ উপজেলার আমবাড়িয়া গ্রামের মো. বকুল শেখের ছেলে মো. জুয়েল এবং ইসলামপুরের মধ্য দরিয়াবাদ এলাকার মো. এমদাদুল হকের ছেলে মো. মিজানুর রহমান।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান। অভিযানে ইসলামপুর থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
ইউএনও মো. তৌহিদুর রহমান বলেন, “এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্তভাবে সম্পন্ন করতে সরকার যে নির্দেশনা দিয়েছে, তার আলোকে প্রতিটি কেন্দ্র ঘুরে নজরদারি চালানো হচ্ছে। ১৪৪ ধারা ভঙ্গ করলে কেউই ছাড় পাবে না।”
তিনি আরও বলেন, “এ ধরনের অভিযান ভবিষ্যতে অন্য দোকানদারদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে। সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নিশ্চিত করা সম্ভব।”