ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল
ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে আজ ৭ এপ্রিল (সোমবার) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ২টায় ঈশ্বরগঞ্জ পৌরসভার চরহোসেনপুর মার্কাজ মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলের আয়োজক ছিল ইত্তেফাকুল ওলামা বৃহত্তর মোমেনশাহী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা, এবং গণঅধিকার পরিষদ ঈশ্বরগঞ্জ শাখা। মিছিলটি “ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক”, “আমার ভাই মরল কেন, জবাব দে”—এমন স্লোগানে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ডাকবাংলোতে এসে শেষ হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ইত্তেফাকুল ওলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি খন্দকার আবুল ফজল। বক্তব্য দেন, ইত্তেফাকুল ওলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হক আজিজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল হক, মুফতী হাবিবুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানুর রহমান সজীব প্রমুখ।
বক্তারা অবিলম্বে ইসরায়েলের বর্বরোচিত হত্যাকাণ্ড বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোর দাবি জানান এবং সমগ্র মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বাংলাদেশের সরকারকে ইসরায়েল বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন। বক্তারা আরও বলেন, “আমরা আপনাদের চেয়ারে বসিয়েছি, কিন্তু মুসলিম ভাইদের হত্যার ঘটনায় যদি আপনি নীরব থাকেন, তা আমরা হতে দেব না।”
এ সময় উপস্থিত মুসলিম জনতা উল্লাসিত হয়ে “ঠিক, ঠিক” বলে চিৎকার করেন। সমাবেশে ইসরায়েলি পণ্য বয়কটের ব্যাপারে দৃঢ় অঙ্গীকার প্রকাশ করা হয়। বক্তারা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান যাতে তারা ইসরায়েলি পণ্য বয়কট করেন এবং সেগুলো বিক্রি না করেন।
মিছিলের শুরুতে বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ শাখার আমির অধ্যাপক মন্জুরুল হক, গণঅধিকার পরিষদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আল আমিন এবং ইত্তেফাকুল ওলামার সভাপতির নেতৃত্বে উপস্থিত মুসলিম জনতা মার্কাজ মসজিদ প্রাঙ্গণে জড়ো হন।