ইসরায়েলিদের মালদ্বীপে প্রবেশ নিষিদ্ধ
বিশ্বখ্যাত পর্যটন গন্তব্য মালদ্বীপে ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে দেশটির সরকার। ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে মঙ্গলবার (১৫ এপ্রিল) এ সংক্রান্ত আইন পাস করে মালদ্বীপের পার্লামেন্ট। এরপরই প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু তড়িঘড়ি করে আইনটির অনুমোদন দেন।
প্রেসিডেন্টের কার্যালয়ের একজন কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে জানান, এই নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
মোহাম্মদ মুইজ্জু এক বিবৃতিতে বলেন, “ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান নৃশংসতা ও গণহত্যার প্রতিবাদে আমাদের সরকারের কঠোর অবস্থান এই আইনের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। আমরা ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত লড়াইয়ের প্রতি দৃঢ় সমর্থন জানাচ্ছি।”
এর আগে, ২০২৪ সালের জুনে মালদ্বীপ সরকার ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞার প্রস্তাব দেয় এবং করণীয় নির্ধারণে একটি বিশেষ কমিটি গঠন করে। সকল প্রক্রিয়া সম্পন্ন করে এবার তা আইনে পরিণত হলো।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক হামলায় এ পর্যন্ত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে দাবি করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। এই প্রেক্ষাপটে অনেক দেশই ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক ও অর্থনৈতিক প্রতিবাদ জানাচ্ছে।
উল্লেখযোগ্যভাবে, গত বছর ইসরায়েল সরকারের পক্ষ থেকেই তাদের নাগরিকদের মালদ্বীপ ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছিল।