ইলিয়াস কাঞ্চনের সাতক্ষীরা আগমন উপলক্ষে মত বিনিময়
নিসচা চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের সাতক্ষীরায় আগমন উপলক্ষ্যে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সাথে মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে উক্ত মত বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় আগামী ১১ই ফেব্রুয়ারি চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের সাতক্ষীরায় আগমন উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা এবং বিভিন্ন কর্মসূচির বিষয়ে আলোচনা হয়। এ সময় তিনি নিসচা সাতক্ষীরা শাখার নেতৃবৃন্দকে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন।
এ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক মোঃ মোজাম্মেল হোসেন, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান সামছুজ্জামান, সংগঠনের উপদেষ্টা এবং সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালাম, সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ দিদারুল ইসলাম, সহ-সভাপতি অধ্যাপক নূর মোহাম্মাদ পাড়, সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক চাকরির পয়গাম পত্রিকার সম্পাদক এস এম মহিদার রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এ সময় সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে নিসচা’র পক্ষ থেকে একটি বই উপহার দেওয়া হয়।