ইতালি প্রবাসী গোলাম কিবরিয়া তালুকদারকে খাঞ্জাপুরে সংবর্ধনা প্রদান

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ তাদের কৃতি সন্তান, সমাজসেবক ও শিক্ষা অনুরাগী ইতালি প্রবাসী গোলাম কিবরিয়া তালুকদার (সাংগঠনিক সম্পাদক, ইতালি বিএনপি)-কে গণসংবর্ধনা প্রদান করেছে। ২২ জানুয়ারি (বুধবার) বিকেল ৪টায় এ গণসংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মাইনুল ইসলাম মানু, সভাপতি জাতীয়তাবাদী প্রবাসী সমাজকল্যাণ ঐক্য পরিষদ, কমলাপুর ও খাঞ্জাপুর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ এনামুল হক তালুকদার ও মোঃ তরিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম কিবরিয়া তালুকদার বলেন, “প্রবাসে থেকেও আমি সবসময় আমার জন্মভূমি খাঞ্জাপুর ইউনিয়নের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও শিক্ষা, সমাজসেবা ও মানবিক উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রাখবো ইনশাআল্লাহ।”
তিনি দেশ ও সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ নির্মূলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ এম আশরাফুল আলম ছোটন, মজিবর ফকির, সৈয়দ আবুল কালাম আজাদ, হায়দার তালুকদারসহ খাঞ্জাপুর ও গৌরনদীর বিএনপি নেতৃবৃন্দ। এছাড়া অংশগ্রহণ করেন মহিলা দল, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। গণসংবর্ধনায় মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ বিরোধী পরিষদের পক্ষ থেকে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়।



















