ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় পরমাণু কর্মসূচি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে ইরান পিছপা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
সোমবার (২১ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে আমরা এই কর্মসূচি একেবারে বন্ধ করছি না। এটি আমাদের বিজ্ঞানীদের বছরের পর বছর ধরে অর্জিত জ্ঞান ও জাতীয় গৌরবের প্রতীক। তাই আমরা কখনোই এই অধিকার ত্যাগ করব না।”
সাক্ষাৎকারে আরাকচি আরও বলেন, “আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় উন্মুক্ত। তবে তা হবে পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে। শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির প্রতি আন্তর্জাতিক আস্থা তৈরি করতে ইরান প্রস্তুত। কিন্তু বিনিময়ে আমরা অবরোধ প্রত্যাহার প্রত্যাশা করি।”
তিনি বলেন, “আমার বার্তা পরিষ্কার—আসুন আলোচনার মাধ্যমে পরমাণু সংকটের স্থায়ী সমাধান করি। অতীতে তা সম্ভব হয়েছিল, আবারও সম্ভব।”
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেছেন, “প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আবারও ইরানে সামরিক হামলা চালাবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিজেই স্বীকার করেছেন, তাদের বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। আমি আগেই এমনটা হতে পারে বলে সতর্ক করেছিলাম।”
গত ১২ দিনের ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রও প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ে। ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা একাধিক মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে কাতারের মধ্যস্থতায় ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।
পরবর্তীতে যুক্তরাষ্ট্র দাবি করে, ইরানের পরমাণু কর্মসূচিকে অন্তত এক থেকে দুই বছর পিছিয়ে দিতে সক্ষম হয়েছে তারা। তবে আরাকচি জানিয়েছেন, দেশটির পরমাণু শক্তি সংস্থা হামলার ক্ষয়ক্ষতি পর্যালোচনা করছে এবং শিগগিরই বিষয়টি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-কে অবহিত করা হবে।