আ. লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমা সমাবেশ: যমুনার সামনে তৈরি হচ্ছে মঞ্চ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ (শুক্রবার) বাদ জুমা রাজধানীর যমুনার সামনে বড় জমায়েতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশের জন্য ইতোমধ্যে তৈরি হচ্ছে অস্থায়ী মঞ্চ। সকাল থেকেই ট্রাক দিয়ে নির্মাণ চলছে এই সমাবেশের কাঠামো।
শুক্রবার সকাল ১০টার দিকে যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে দেখা যায়, পাঁচটি ট্রাক পাশাপাশি রেখে তাতে সামিয়ানা টানিয়ে শ্রমিকরা মঞ্চ তৈরি করছেন। সেখানেই বিকেলের জমায়েত হওয়ার কথা রয়েছে।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে কাকরাইল মসজিদ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালমুখী সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সড়কে ব্যারিকেড বসিয়ে কড়া নজরদারির পাশাপাশি বাড়ানো হয়েছে নিরাপত্তা।
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, এই জমায়েত হবে একটি ‘জনসমুদ্র’। যমুনার সামনের চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে আজ সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, “সার্ক ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ চলছে। বাদ জুমার পর দেশবাসী দেখতে পাবে কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানাবো।”
এর আগে বৃহস্পতিবার রাত থেকেই যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে এনসিপির নেতাকর্মীরা। শুক্রবার সকাল ৯টার দিকে যমুনার প্রধান ফটকের সামনে দেখা যায়, দলটির কর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে অবস্থান করছেন এবং আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন।
এদিকে বিক্ষোভে বিভিন্ন দলের সংহতি জানানো অব্যাহত রয়েছে। এর মধ্যে জামায়াত ও হেফাজতের নেতাকর্মীদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে বলে জানা গেছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন সংলগ্ন এলাকায় যেকোনো ধরনের অরাজকতা এড়াতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে বলে সূত্র জানিয়েছে।