আ.লীগের পতন ঘটানোদের অভিনন্দন জানালেন কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ সরকারের পতনে ভূমিকা রাখা বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠকদের অভিনন্দন জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।
শনিবার (২৬ জুলাই) টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “যারা বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে, আমি তাদের সাধুবাদ ও অভিনন্দন জানাই। তবে তারা যদি বঙ্গবন্ধু, স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাদের অস্বীকার করে, তাহলে আমরাও তাদের বিরুদ্ধে দাঁড়াতে দ্বিধা করব না।”
তিনি আরও বলেন, “আমরা চাই মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা, জয় বাংলা—এসব প্রশ্নে কোনো আপস নেই। বাংলাদেশ নিয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।”
বৈষম্যবিরোধী আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “এই আন্দোলন আল্লাহর ইচ্ছা বাস্তবায়নের পথেই হয়েছে। শেখ হাসিনার সরকার মানুষের ক্ষোভ সৃষ্টি করেছে বলেই মানুষ রাস্তায় নেমেছে।”
তিনি আরও মন্তব্য করেন, “হাসিনাবিরোধী আন্দোলনের কৃতিত্ব জনগণের, কোনো ব্যক্তি বা দলের একার নয়।”
অনুষ্ঠানে বীরবিক্রম আবুল কালাম আজাদ, বীরপ্রতীক হাবিবুর রহমান তালুকদার খোকা, বীরপ্রতীক ফজলুল হক, বীরপ্রতীক আব্দুল্লাহসহ বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।