আ.লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক: আসিফ মাহমুদ
গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (২১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
আসিফ মাহমুদ তার পোস্টে বলেন, “আমরা কবে থেকে জার্মানি, ইতালির চেয়ে বেশি ইনক্লুসিভ ডেমোক্রেটিক হয়ে গেলাম? গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক।”
এছাড়া, গত বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে জানান, কিছুদিন আগে তিনি “রিফাইন্ড আওয়ামী লীগ” নামে নতুন একটি ষড়যন্ত্রের পরিকল্পনা সম্পর্কে জানতে পেরেছেন, যা ভারতের পরিকল্পনা। হাসনাতের দাবি, সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন ও তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। তিনি জানান, তাদেরকে আসন সমঝতার বিনিময়ে আওয়ামী লীগকে পুনর্বাসনে রাজি হতে বলা হয়েছে।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, তিনি এবং তার সহযোগীরা এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নেন এবং জানান, আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করতে হবে, তাদের পুনর্বাসন করা যাবে না। এক পর্যায়ে, তিনি বলেন, “আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে।”
এদিকে, তিনি আবারও জনগণের প্রতি আস্থা রাখার কথা জানান এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, “৫ আগস্টের পর আওয়ামী লীগের কামব্যাকের আর কোনো সুযোগ নেই, বরং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।”
এই পরিস্থিতি রাজনৈতিক দুনিয়ায় উত্তেজনা সৃষ্টি করেছে, বিশেষ করে আওয়ামী লীগকে ফেরানোর প্রশ্নে বিভিন্ন পক্ষের মধ্যে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।