আসন ফিরিয়ে না দিলে বাগেরহাটকে বিচ্ছিন্ন করার হুমকি বিএনপির
সংসদীয় আসন বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) বিলুপ্ত করে গাজীপুরে নতুন একটি আসন সংযুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে বাগেরহাট-৩ আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি।
গতকাল শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় মোরেলগঞ্জের আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশ চলাকালে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। একই সময় পানগুছি নদীর ফেরি চলাচলও স্থগিত ছিল।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য ও মোরেলগঞ্জ-শরণখোলা আসনের মনোনয়নপ্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন বলেন, “বাগেরহাট-৩ আসন বিলুপ্তির পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটবাসী এক কণ্ঠে রুখে দাঁড়াবে।”
তিনি আরও বলেন, “আমরা সতর্ক করে দিচ্ছি, অনতিবিলম্বে বাগেরহাটের চারটি আসন বহাল না রাখলে, প্রয়োজনে সড়ক অবরোধ থেকে শুরু করে গোটা বাগেরহাট জেলাকে বিচ্ছিন্ন করে দেওয়ার মতো কর্মসূচিতে যাব।”
বক্তারা প্রধান নির্বাচন কমিশনারের ভূমিকারও তীব্র সমালোচনা করে বলেন, “বাগেরহাটবাসীর ঐতিহাসিক ও সাংগঠনিক গুরুত্ব উপেক্ষা করে এমন সিদ্ধান্ত গণবিরোধী ও উদ্দেশ্যপ্রণোদিত।”
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, যুগ্ম আহ্বায়ক ফকির রাসেল আল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়নের চেয়ারম্যান ফকির তরিকুল ইসলাম, শরণখোলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল প্রমুখ।