আসছে ‘যদি সবকিছু ভুলে’: ঈদে রুবেল রহমানের নতুন গান
নতুন প্রজন্মের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক রুবেল রহমান ঈদ উপলক্ষে শ্রোতাদের জন্য নিয়ে এসেছেন নতুন গান “যদি সবকিছু ভুলে”। গানটির কথা লিখেছেন কাজী ইকবাল, সুর করেছেন আলি আফতাব লনি, এবং সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু ও হাজী বাবু।
গানটি আজ, ২১ মার্চ, বিকেল ৩টায় ‘জি সিরিজ’র ব্যানারে তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। রুবেল রহমান গানটি নিয়ে বলেন, “ঈদে সংগীতপ্রেমীদের জন্য এটি আমার ঈদ উপহার।” তিনি আরও বলেন, “গানটির কথা দারুণ এবং সুরও অসাধারণ। আমি মনের মতো করে গাওয়ার চেষ্টা করেছি, এবং আশা করছি গানটি সবার ভালো লাগবে।”
এটি রুবেল রহমানের নতুন সঙ্গীত উপহার, যা ঈদ উদযাপনে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করবে।
ট্যাগস :