আশাশুনিতে সার ডিলার ও খুচরা দোকান পরিদর্শন
সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৫ ইউনিয়নে বিএডিসি সার ডিলার ও খুচরা সার ব্যবসায়ীদের গোডাউন ও দোকান পরিদর্শন করা হয়েছে। ২১ জানুয়ারি মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম কুল্যা ইউনিয়ন থেকে পরিদর্শন কার্যক্রম শুরু করেন। এরপর তিনি দরগাহপুর, খাজরা, আনুলিয়া ও শ্রীউলা ইউনিয়নের সকল সার ডিলার ও খুচরা ব্যবসায়ীদের দোকান ও গোডাউন সরেজমিন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি সার উত্তোলন, বিতরণ, মওজুদ রেজিস্টার, ক্যাশ মেমো দেখেন এবং মওজুদের অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সকল ব্যবসায়ীকে ক্যাশ মেমো ও মোবাইল নম্বর লিপিবদ্ধ করে মাল বিক্রি করার, লাল সালুতে মূল্য লিখে সামনে টানানোর নির্দেশনা দেন।
কৃষি অফিসার জানান, উপজেলায় পর্যাপ্ত সারের মওজুদ রয়েছে। চলতি বোরো মৌসুমে উপজেলায় ৯ হাজার ৩৩৫ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে, এবং ইতিমধ্যে ৬৮% চাষের আওতায় এসেছে।
এ সময় পরিদর্শনে উপস্থিত ছিলেন এসএপিপিও বিল্লাল হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ।