ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আলোচিত সাহিত্য পুরস্কার ২০২৩-২০২৪

চেকপোস্ট ডেস্ক::

ছবি: নেট থেকে নেয়া

প্রতি বছরই দেশে এবং দেশের বাইরে বিভিন্ন সাহিত্য পুরস্কার দেওয়া হয়, যা সাহিত্যে অসামান্য অবদানের জন্য বিশেষভাবে স্বীকৃত। এবারও নানা পুরস্কার প্রদান করা হয়েছে, যা দেশের সাহিত্যাঙ্গন এবং আন্তর্জাতিক পরিসরে আলোড়ন সৃষ্টি করেছে।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৩
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় প্রতি বছর দেওয়া হয়। ২০২৩ সালে এই পুরস্কার পেয়েছেন ১৬ জন বিশিষ্ট সাহিত্যিক। কবিতায় শামীম আজাদ, কথাসাহিত্যে নূরুদ্দিন জাহাঙ্গীর ও সালমা বাণী, প্রবন্ধ বা গবেষণায় জুলফিকার মতিন, অনুবাদে সালেহা চৌধুরী, নাটক ও নাট্যসাহিত্যে মৃত্তিকা চাকমা ও মাসুদ পথিক, শিশুসাহিত্যে তপংকর চক্রবর্তী, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় আফরোজা পারভীন ও আসাদুজ্জামান আসাদ, বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় সাইফুল্লাহ মাহমুদ দুলাল ও মো. মজিবুর রহমান, বিজ্ঞান বা কল্পবিজ্ঞান বা পরিবেশবিজ্ঞানে ইনাম আল হক, আত্মজীবনী বা স্মৃতিকথা বা ভ্রমণকাহিনিতে ইসহাক খান এবং ফোকলোরে ড. তপন বাগচী ও সুমনকুমার দাশ এ পুরস্কারের জন্য নির্বাচিত হন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে এই পুরস্কার তুলে দেন।

একুশে পদক ২০২৪
বাংলাদেশের ২১ নাগরিককে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদক ২০২৪ প্রদান করা হয়। সাহিত্যে পুরস্কৃতদের মধ্যে আছেন আবৃত্তি শিল্পী শিমুল মুস্তাফা ও রূপা চক্রবর্তী, ভাষা ও সাহিত্যে মুহাম্মদ সামাদ, লুৎফর রহমান রিটন, মিনার মনসুর এবং রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (মরণোত্তর)।

স্বাধীনতা পুরস্কার ২০২৪
স্বাধীনতা পুরস্কার ২০২৪ সংস্কৃতিতে মোহাম্মদ রফিকুজ্জামানকে প্রদান করা হয়, যারা বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

পুলিৎজার পুরস্কার ২০২৪
সাহিত্যে পুলিৎজারের ‘ফিকশন অ্যাওয়ার্ড’ ২০২৪ লাভ করেছেন সাহিত্যিক জেন অ্যান ফিলিপস, তার উপন্যাস ‘নাইট ওয়াচ’ এর জন্য। একইভাবে, নাথান থ্রাল ‘এ ডে ইন দ্য লাইফ অব আবেদ সালামা’ বইয়ের জন্য ‘ননফিকশন’ পুরস্কার পান।

নোবেল পুরস্কার ২০২৪
এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছেন দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং, যিনি ‘দ্য ভেজেটারিয়ান’ বইয়ের জন্য ব্যাপক প্রশংসিত হয়েছেন। তার লেখায় রয়েছে মানবপ্রকৃতি এবং সামাজিক সম্পর্কের গভীরতা।

ম্যান বুকার পুরস্কার ২০২৪
ম্যান বুকার পুরস্কার ২০২৪ পেয়েছেন যুক্তরাজ্যের লেখক সামান্থা হার্ভে, তার উপন্যাস ‘অরবিটাল’ এর জন্য। এই উপন্যাসটি মহাকাশকেন্দ্রে ছয় মহাকাশচারীর কাটানো একটি দিনকে তুলে ধরে।

কালি ও কলম পুরস্কার ২০২৩
বাংলাদেশে সাহিত্যিকদের প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে কালি ও কলম পুরস্কার প্রদান করা হয়। ২০২৩ সালে পুরস্কৃতরা হলেন—কথাসাহিত্যে কামরুন্নাহার দিপা, প্রবন্ধ-গবেষণায় শারফিন শাহ, মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা ও সাহিত্যে ফারজানা হক, এবং শিশু-কিশোর সাহিত্যে রহমান বর্ণিল।

বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৪
বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৪ পেয়েছেন ছয়জন সাহিত্যিক—কবিতায় জুয়েল মাজহার, কথাসাহিত্যে দিলারা মেসবাহ, প্রবন্ধসাহিত্যে অনীক মাহমুদ, লিটল ম্যাগাজিন সম্পাদনায় শেলী সেনগুপ্তা, সাংবাদিকতায় রেজাউল হাসান রানু, এবং গবেষণায় সানজিদা হক মিশু।

চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার ২০২৪
এ বছর চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার পেয়েছেন প্রাবন্ধিক-কথাসাহিত্যিক-কবি-ছোটকাগজ সম্পাদকরা, তারা হলেন—রকিবুল হাসান (প্রবন্ধ), আকিমুন রহমান (কথাসাহিত্য), আকতার হোসাইন (কবিতা), এবং নাহিদা আশরাফী (ছোটকাগজ সম্পাদনা)।

এই পুরস্কারগুলোর মাধ্যমে বাংলা সাহিত্যের বিস্তৃতি, বৈচিত্র্য এবং আন্তর্জাতিক স্বীকৃতির পথ প্রশস্ত হচ্ছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:৫৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
৫৩০ বার পড়া হয়েছে

আলোচিত সাহিত্য পুরস্কার ২০২৩-২০২৪

আপডেট সময় ১১:৫৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

প্রতি বছরই দেশে এবং দেশের বাইরে বিভিন্ন সাহিত্য পুরস্কার দেওয়া হয়, যা সাহিত্যে অসামান্য অবদানের জন্য বিশেষভাবে স্বীকৃত। এবারও নানা পুরস্কার প্রদান করা হয়েছে, যা দেশের সাহিত্যাঙ্গন এবং আন্তর্জাতিক পরিসরে আলোড়ন সৃষ্টি করেছে।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৩
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় প্রতি বছর দেওয়া হয়। ২০২৩ সালে এই পুরস্কার পেয়েছেন ১৬ জন বিশিষ্ট সাহিত্যিক। কবিতায় শামীম আজাদ, কথাসাহিত্যে নূরুদ্দিন জাহাঙ্গীর ও সালমা বাণী, প্রবন্ধ বা গবেষণায় জুলফিকার মতিন, অনুবাদে সালেহা চৌধুরী, নাটক ও নাট্যসাহিত্যে মৃত্তিকা চাকমা ও মাসুদ পথিক, শিশুসাহিত্যে তপংকর চক্রবর্তী, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় আফরোজা পারভীন ও আসাদুজ্জামান আসাদ, বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় সাইফুল্লাহ মাহমুদ দুলাল ও মো. মজিবুর রহমান, বিজ্ঞান বা কল্পবিজ্ঞান বা পরিবেশবিজ্ঞানে ইনাম আল হক, আত্মজীবনী বা স্মৃতিকথা বা ভ্রমণকাহিনিতে ইসহাক খান এবং ফোকলোরে ড. তপন বাগচী ও সুমনকুমার দাশ এ পুরস্কারের জন্য নির্বাচিত হন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে এই পুরস্কার তুলে দেন।

একুশে পদক ২০২৪
বাংলাদেশের ২১ নাগরিককে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদক ২০২৪ প্রদান করা হয়। সাহিত্যে পুরস্কৃতদের মধ্যে আছেন আবৃত্তি শিল্পী শিমুল মুস্তাফা ও রূপা চক্রবর্তী, ভাষা ও সাহিত্যে মুহাম্মদ সামাদ, লুৎফর রহমান রিটন, মিনার মনসুর এবং রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (মরণোত্তর)।

স্বাধীনতা পুরস্কার ২০২৪
স্বাধীনতা পুরস্কার ২০২৪ সংস্কৃতিতে মোহাম্মদ রফিকুজ্জামানকে প্রদান করা হয়, যারা বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

পুলিৎজার পুরস্কার ২০২৪
সাহিত্যে পুলিৎজারের ‘ফিকশন অ্যাওয়ার্ড’ ২০২৪ লাভ করেছেন সাহিত্যিক জেন অ্যান ফিলিপস, তার উপন্যাস ‘নাইট ওয়াচ’ এর জন্য। একইভাবে, নাথান থ্রাল ‘এ ডে ইন দ্য লাইফ অব আবেদ সালামা’ বইয়ের জন্য ‘ননফিকশন’ পুরস্কার পান।

নোবেল পুরস্কার ২০২৪
এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছেন দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং, যিনি ‘দ্য ভেজেটারিয়ান’ বইয়ের জন্য ব্যাপক প্রশংসিত হয়েছেন। তার লেখায় রয়েছে মানবপ্রকৃতি এবং সামাজিক সম্পর্কের গভীরতা।

ম্যান বুকার পুরস্কার ২০২৪
ম্যান বুকার পুরস্কার ২০২৪ পেয়েছেন যুক্তরাজ্যের লেখক সামান্থা হার্ভে, তার উপন্যাস ‘অরবিটাল’ এর জন্য। এই উপন্যাসটি মহাকাশকেন্দ্রে ছয় মহাকাশচারীর কাটানো একটি দিনকে তুলে ধরে।

কালি ও কলম পুরস্কার ২০২৩
বাংলাদেশে সাহিত্যিকদের প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে কালি ও কলম পুরস্কার প্রদান করা হয়। ২০২৩ সালে পুরস্কৃতরা হলেন—কথাসাহিত্যে কামরুন্নাহার দিপা, প্রবন্ধ-গবেষণায় শারফিন শাহ, মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা ও সাহিত্যে ফারজানা হক, এবং শিশু-কিশোর সাহিত্যে রহমান বর্ণিল।

বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৪
বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৪ পেয়েছেন ছয়জন সাহিত্যিক—কবিতায় জুয়েল মাজহার, কথাসাহিত্যে দিলারা মেসবাহ, প্রবন্ধসাহিত্যে অনীক মাহমুদ, লিটল ম্যাগাজিন সম্পাদনায় শেলী সেনগুপ্তা, সাংবাদিকতায় রেজাউল হাসান রানু, এবং গবেষণায় সানজিদা হক মিশু।

চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার ২০২৪
এ বছর চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার পেয়েছেন প্রাবন্ধিক-কথাসাহিত্যিক-কবি-ছোটকাগজ সম্পাদকরা, তারা হলেন—রকিবুল হাসান (প্রবন্ধ), আকিমুন রহমান (কথাসাহিত্য), আকতার হোসাইন (কবিতা), এবং নাহিদা আশরাফী (ছোটকাগজ সম্পাদনা)।

এই পুরস্কারগুলোর মাধ্যমে বাংলা সাহিত্যের বিস্তৃতি, বৈচিত্র্য এবং আন্তর্জাতিক স্বীকৃতির পথ প্রশস্ত হচ্ছে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464