আলোকচ্ছটায় হাসিব উল্লাহর বিজয়
ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত বিশ্ব সাহিত্য কেন্দ্রের ছায়াতলে হয়ে গেল কিশোর কণ্ঠ পাঠ প্রতিযোগিতার জাতীয় মেধা যাচাইয়ের লিখিত পরীক্ষা-এক অনন্য কিশোর মহোৎসব। হাজার হাজার কিশোরের কণ্ঠে মিশেছিল সাহিত্য ও জ্ঞানের সুর। এই বিশাল প্রতিযোগিতার মঞ্চে উজ্জ্বল প্রদীপের মতো দীপ্ত হয়েছিল মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী হাসিব উল্লাহ।
সারা দেশের লক্ষাধিক প্রতিযোগীর মধ্য থেকে হাসিব উল্লাহ অর্জন করেছে গৌরবময় চতুর্থ স্থান। জাতীয় পর্যায়ে প্রথম বিশজন মেধাবীর তালিকায় স্থান পাওয়া প্রতিযোগীদের হাতে সম্মাননাপত্র, নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন সাহিত্য ও সংস্কৃতির অগ্রণী ব্যক্তিত্বরা। সম্মাননা প্রদান করেন ‘সাইমুম সিরিজ’-এর কিংবদন্তি লেখক আবুল আসাদ, কিশোর কণ্ঠের উপদেষ্টা জাহিদুর রহমান, কবি মোশাররফ হোসেন খান, এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ। তাদের সঙ্গে ছিলেন দেশের খ্যাতনামা অধ্যাপক, চিকিৎসক ও সাংবাদিকগণ।
হাসিব উল্লাহর এই অনন্য অর্জনের পেছনে রয়েছে বাবা এটিএম হাদিমউল্লাহ তালুকদার (মোহনগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর), মা এবং শিক্ষকদের অক্লান্ত সহায়তা। তার কঠোর অধ্যবসায় ও সৃষ্টিশীল মনন আজ তাকে এনে দিয়েছে জাতীয় স্বীকৃতি।
নিজের এই সাফল্যে হাসিব উল্লাহ কৃতজ্ঞতা জানিয়েছে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি। ভবিষ্যৎ জীবনে সে হতে চায় সৎ, চরিত্রবান, দেশপ্রেমিক ও আল্লাহভীরু একজন মানবিক মানুষ। সকলের কাছে সে দোয়া চেয়েছে—যাতে দেশের জন্য এক দীপ্তিমান আলোকবর্তিকা হয়ে উঠতে পারে।