আ’লীগ নিষিদ্ধের দাবিতে বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে প্রধান ফটকে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুজ্জামান আশিক মিছিলে অংশ নিয়ে বলেন, “যদি আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয়, তবে ২৪ সালের বিপ্লবের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। আমরা রাজপথ ছাড়ব না।” তিনি আরও বলেন, “বাংলাদেশ চলবে গণতন্ত্র অনুযায়ী, জনতার রায় অনুযায়ী, ক্যান্টনমেন্টের প্রেসক্রিপশন অনুযায়ী নয়।”
রংপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব রহমত আলী বলেন, “গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেয়া হবে না।” তিনি আরও বলেন, “বিচার হবে, তারপরই সিদ্ধান্ত আসবে তারা রাজনীতি করতে পারবে কি-না।”
সমাবেশে উপস্থিত বেরোবির সমন্বয় জাহিদ হাসান জয় বলেন, “ক্যান্টনমেন্টে বসে প্রেসক্রিপশন দেওয়া হয় ভারতের, যে দেশটি এতদিন আমাদের জনগণকে নিষ্পেষিত করেছে। আমরা বলতে চাই, তাদের এ চক্রান্ত সফল হবে না।” তিনি আরও বলেন, “এখন দেশে হাজার হাজার মানুষ রয়েছেন যারা দেশের জন্য রক্ত দিতে প্রস্তুত।”