আফিলগেট রেলক্রসিংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই ট্রাক খাদে
খুলনা-মোংলা বাইপাস সড়কের আফিলগেট রেলক্রসিংয়ের কাছে একটি সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেছে। বুধবার (২০ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোংলা থেকে ফাইভ রিংস সিমেন্ট বোঝাই করে আসা ট্রাকটি আফিলগেট রেলক্রসিং এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি সড়কের বাম পাশের গভীর খাদে পড়ে যায়।
এসময় ট্রাক চালক মোহাম্মাদ তমল ও হেলপার মো. সুমন সামান্য আহত হন। তবে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে চালক ও হেলপারকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারে পরবর্তী পদক্ষেপ নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।