“আপনার রক্তদান একটি প্রাণ বাঁচাতে পারে” -আহ্বান অপু বিশ্বাসের
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় আহতদের পাশে দাঁড়াতে এবং রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।
সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, “উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনা। আজ স্কুল ছুটির ঠিক মুহূর্তে কলেজ ক্যাম্পাসের একটি ভবনের উপর বিমানটি বিধ্বস্ত হয়। ভবনটিতে ছোট ছোট শিশুদের ক্লাস হতো। ক্লাস শেষে ছুটির সময়ে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় অনেক নিরীহ শিশু ও শিক্ষক পুড়ে মারাত্মকভাবে আহত হয়েছেন।”
আহতদের সহায়তায় সবার প্রতি মানবিক আহ্বান জানিয়ে অপু বিশ্বাস আরও লেখেন, “এই সন্তানরা আমাদেরই সন্তান। আমাদের সবার দায়িত্ব এখন তাদের পাশে দাঁড়ানো। রক্তের প্রচণ্ড প্রয়োজন হতে পারে-আপনার একটি রক্তদান একটি প্রাণ বাঁচাতে পারে।”
রক্তদান করতে আগ্রহীদের জন্য অপু কিছু নির্দিষ্ট হাসপাতালের নামও উল্লেখ করেছেন। এগুলো হলো:
১. ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট
২. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
৩. উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
৪. কুয়েত মৈত্রী হাসপাতাল
৫. উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ
৬. মনসুর আলী মেডিকেল কলেজ
পোস্টের শেষ অংশে তিনি সবার প্রতি আহ্বান জানান, “দয়া করে দুর্ঘটনাস্থলে ভিড় না করে উদ্ধারকাজে সহযোগিতা করুন।”