আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জামালপুরে র্যালি অনুষ্ঠিত
আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষে জামালপুরে র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ মে) সকালে বাংলাদেশ সরকার অনুমোদিত জামালপুর জেলা স্যানেটারি, টাইলস ও মোজাইক নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি: ময়মনসিংহ-২১) আয়োজিত র্যালিটি প্রধান কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের লম্বাগাছ ফ্লাইওভারের নিচ দিয়ে অগ্রসর হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানান এবং মহান মে দিবসের চেতনাকে ধারণ করে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম শফু, সদস্য সচিব মো. রাসেল, কার্যকরী সদস্য মো. সুমন মিয়া এবং কোষাধ্যক্ষ মো. মাহফুজুর রহমান বাবু।
আয়োজকরা মহান মে দিবসের সফলতা কামনা করেন এবং শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার ঘোষণা দেন।
ট্যাগস :