আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক দেয়াল নির্মাণ: হাটহাজারীতে অভিযোগ
চট্টগ্রামের হাটহাজারী থানার মধ্যম বুড়িশ্চর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জোরপূর্বক দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে মোহাম্মদ সেলিম, পারভেজ উদ্দিন জিকু ও আব্দুল শুকুর রনি গংদের বিরুদ্ধে।
ভুক্তভোগী সমাজসেবক মোহাম্মদ জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, বুড়িশ্চর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকের অনিয়মের বিরুদ্ধে ২০১৭ সালে মানববন্ধনে অংশগ্রহণ করায় তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করা হয়। আদালতে সব মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ার পরও তাদের জমিতে দখলের চেষ্টা করা হয়।
সম্প্রতি মো. জসিম উদ্দিনের ছোট ভাই বেলাল উদ্দিন বিজয় আদালতে ১৪৫ ধারায় মামলা করেন। আদালত শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য জমিতে নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু ১৩ জানুয়ারি, রফিক চেয়ারম্যানের নির্দেশে তার ভাই এবং সহযোগীরা নিষেধাজ্ঞা অমান্য করে দেয়াল নির্মাণ শুরু করেন।
জসিম উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করলেও পরবর্তীতে পুনরায় দেয়াল নির্মাণের কাজ শুরু হয়। পরে দেয়াল ভেঙে উল্টো তার পরিবারের নামে অভিযোগ দায়ের করা হয়।
তিনি আরও বলেন, ঘটনাটি প্রমাণ করতে মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের সিসি ক্যামেরার ফুটেজ দেখলেই সত্যতা পাওয়া যাবে।
মুঠোফোনে যোগাযোগ করলে মোহাম্মদ সেলিম উদ্দিন অভিযোগ অস্বীকার করে জানান, “আমাদের পুরাতন দেয়াল তারা ভেঙে দিয়েছে।”
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, “উক্ত বিষয়ে আমি এখনও অবগত নই।”
ভুক্তভোগী মোহাম্মদ জসিম উদ্দিন প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।