ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আত্মসমর্পণ করা জলদস্যুদের মাঝে র‍্যাবের ঈদ উপহার বিতরণ

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::

ছবি: চেকপোস্ট

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর মহাপরিচালকের পক্ষ থেকে আত্মসমর্পণ করা জলদস্যুদের মাঝে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল খুলনায় র‍্যাব-৬ এর অধিনায়ক মুহাম্মদ শাহাদাত হোসেন আত্মসমর্পণকৃত জলদস্যুদের মাঝে ঈদ শুভেচ্ছা, উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন।

অনুষ্ঠানে র‍্যাব-৬ অধিনায়ক বলেন, র‍্যাবের সক্রিয় অংশগ্রহণের ফলে ২০১৮ সালের ১লা নভেম্বর সরকার সুন্দরবনকে জলদস্যুমুক্ত ঘোষণা করে। বর্তমানে সুন্দরবনে র‍্যাবের তৎপরতায় দস্যুতার ঘটনা অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে। আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। সুন্দরবনকে জলদস্যুমুক্ত রাখার অংশ হিসেবে র‍্যাব বিভিন্ন সময় আত্মসমর্পণকৃত জলদস্যুদের পুনর্বাসনের লক্ষ্যে ঘর, দোকান, গবাদি পশু, মাছ ধরার জাল, নৌকা, ইঞ্জিন চালিত নৌকা ইত্যাদি প্রদান করেছে।

র‍্যাব-৬ অধিনায়ক আরও জানান, এ উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে যাতে সুন্দরবন অঞ্চলের প্রত্যেকটি মানুষ সুন্দর জীবনের পথে অগ্রসর হতে পারে। অনুষ্ঠানে তিনি আত্মসমর্পণকৃত জলদস্যুদের সাথে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান। এছাড়া, কয়েকজন আত্মসমর্পণকারীর ব্যক্তিগত সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের নির্দেশ প্রদান করেন।

র‍্যাবের এই উদ্যোগে আত্মসমর্পণকৃত জলদস্যুরা আনন্দিত এবং তারা সুন্দরবনের সুরক্ষায় সহযোগিতার আশ্বাস দেন।

 

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৫:৪৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
৫৪৭ বার পড়া হয়েছে

আত্মসমর্পণ করা জলদস্যুদের মাঝে র‍্যাবের ঈদ উপহার বিতরণ

আপডেট সময় ০৫:৪৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর মহাপরিচালকের পক্ষ থেকে আত্মসমর্পণ করা জলদস্যুদের মাঝে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল খুলনায় র‍্যাব-৬ এর অধিনায়ক মুহাম্মদ শাহাদাত হোসেন আত্মসমর্পণকৃত জলদস্যুদের মাঝে ঈদ শুভেচ্ছা, উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন।

অনুষ্ঠানে র‍্যাব-৬ অধিনায়ক বলেন, র‍্যাবের সক্রিয় অংশগ্রহণের ফলে ২০১৮ সালের ১লা নভেম্বর সরকার সুন্দরবনকে জলদস্যুমুক্ত ঘোষণা করে। বর্তমানে সুন্দরবনে র‍্যাবের তৎপরতায় দস্যুতার ঘটনা অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে। আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। সুন্দরবনকে জলদস্যুমুক্ত রাখার অংশ হিসেবে র‍্যাব বিভিন্ন সময় আত্মসমর্পণকৃত জলদস্যুদের পুনর্বাসনের লক্ষ্যে ঘর, দোকান, গবাদি পশু, মাছ ধরার জাল, নৌকা, ইঞ্জিন চালিত নৌকা ইত্যাদি প্রদান করেছে।

র‍্যাব-৬ অধিনায়ক আরও জানান, এ উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে যাতে সুন্দরবন অঞ্চলের প্রত্যেকটি মানুষ সুন্দর জীবনের পথে অগ্রসর হতে পারে। অনুষ্ঠানে তিনি আত্মসমর্পণকৃত জলদস্যুদের সাথে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান। এছাড়া, কয়েকজন আত্মসমর্পণকারীর ব্যক্তিগত সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের নির্দেশ প্রদান করেন।

র‍্যাবের এই উদ্যোগে আত্মসমর্পণকৃত জলদস্যুরা আনন্দিত এবং তারা সুন্দরবনের সুরক্ষায় সহযোগিতার আশ্বাস দেন।