আজমিরীগঞ্জে আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান তফছির মিয়া গ্রেফতার
হবিগঞ্জের আজমিরীগঞ্জে শিবপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. তফছির মিয়াকে (৭০) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৩ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানা পুলিশ ও শিবপাশা পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে সবুজগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে বানিয়াচং থানায় নিয়ে যাওয়া হয়।
গ্রেফতারকৃত তফছির মিয়া শিবপাশা গ্রামের মৃত আব্দুল খালিক মিয়ার পুত্র।
পুলিশ সূত্র জানায়, তফছির মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২৩ বছর আগে শিবপাশা গ্রামের আমীর উদ্দিন মিয়ার শিশু পুত্র হত্যার মামলা অন্যতম। ওই মামলাসহ বিভিন্ন অভিযোগে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।
এছাড়া, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম রাত ১০টা ৫ মিনিটে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,
“বানিয়াচং থানা পুলিশের নেতৃত্বে শিবপাশা ফাঁড়ির সহযোগিতায় তফছির মিয়াকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি বানিয়াচং থানায় রয়েছেন।”
তবে এ বিষয়ে বানিয়াচং থানার অপর এক ওসি গোলাম মোস্তাফার বক্তব্য নিতে রাত সাড়ে ১০টার দিকে একাধিকবার চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।