আগে সংস্কার, পরে নির্বাচন চাই খুলনায় মানববন্ধনে সুজন
অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন) খুলনার উদ্যোগে শনিবার বিকাল ৫টায় খুলনা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সুজন জেলা সম্পাদক ও নাগরিক নেতা এডভোকেট কুদরত-ই-খুদা এবং সঞ্চালনা করেন প্রাণীপ্রেমী এস. এম. সোহরাব হোসেন। বক্তব্য রাখেন সুজনের বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, মুনীর চৌধুরী সোহেল, নিজাম-উর-রহমান লালু, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, শেখ আব্দুল হালিম, এডভোকেট মামুনুর রশীদ, সৈয়দ আলী হাফিজ, খলিলুর রহমান সুমন, শেখ আইনুল হক প্রমুখ।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, খুলনাসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। হত্যা, খুন, রাহাজানি, চুরি, ডাকাতিসহ অপরাধমূলক কার্যকলাপ বেড়েই চলেছে। গত কয়েক মাসে শুধুমাত্র খুলনা শহরে প্রায় ১৫ জন নিহত হয়েছে। বেআইনি মব জাস্টিস এবং মব লিঞ্চিংয়ের ঘটনা অব্যাহত রয়েছে। ‘অপারেশন ডেভিল হান্ট’ চলমান থাকলেও সরকারের পক্ষে দেশের অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।
বক্তারা আরও বলেন, জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তন চেয়েছিল, বাস্তবে তা ঘটেনি। তারা বাকস্বাধীনতা, নিরাপত্তা এবং বাজারের নিয়ন্ত্রণ চেয়েছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি তার বিপরীত। অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা ও সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। বক্তারা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি অরাজনৈতিক সরকার, যা সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ছাড়া কার্যকর হতে পারবে না।
রাষ্ট্রকে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় পুনর্গঠনের জন্য নতুনভাবে কাঠামোগত সংস্কার করতে হবে। রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে হবে। বিশেষ করে, যারা গণঅভ্যুত্থানের পক্ষে ভূমিকা রেখেছে, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য সৃষ্টি করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে।