আগামীতে একটি নিরপেক্ষ নির্বাচন হতে হবে: মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম
গণহত্যার বিচার, রাষ্ট্রীয় সংস্কার, বন্ধ মিল-কারখানা চালু ও ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুলাই) দুপুরে নগরীর শিববাড়ি মোড়ে খুলনা মহানগর ও জেলা শাখার আয়োজনে এই গণসমাবেশের মূল পর্ব শুরু হয়। এর আগে সকাল থেকেই দলটির নেতা-কর্মীরা মিছিল সহকারে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই নিরপেক্ষ হতে হবে। তা যেন কোনো পেশিশক্তির প্রভাবমুক্ত থাকে। এদেশে আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের মাধ্যমে একটি ন্যায্য ও জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। মানুষের আকাঙ্ক্ষা ছিল বিভিন্ন ইসলামী দল এক মঞ্চে একত্রিত হোক—আজ আমরা সেই ঐক্যের পথেই এগিয়ে যাচ্ছি।”
গণসমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আওয়াল, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল এবং জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান।
বক্তারা বলেন, “বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে হলে আরেকটি সংগ্রামের প্রয়োজন। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কল্যাণ রাষ্ট্রের বাংলাদেশ—যেখানে থাকবে না বৈষম্য ও দুঃশাসন।”
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন খুলনা মহানগর শাখার সভাপতি মুফতি আমানুল্লাহ।
গণসমাবেশ শেষে সন্ধ্যায় নগরীর খালিশপুর শিল্পাঞ্চলের পিপলস গোলচত্বর মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা ও খালিশপুর শাখার যৌথ উদ্যোগে একটি মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।