আখেরি মোনাজাতের মধ্য দিয়ে নলতায় তিন দিনব্যাপি ৬১ তম বার্ষিক ওরস শরীফ সমাপ্ত
মুসলিম উম্মাহর শান্তি কামনা করে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) শেষ হয়েছে খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৬১ তম বার্ষিক ওরস শরীফ। গত ৯ ফেব্রুয়ারি সকাল থেকে শুরু হওয়া এই ওরস শরীফ ১১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত তিন দিনব্যাপী এই ওরস শরীফের আখেরী মোনাজাত পরিচালনা করেন খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) ইসলামিক সেন্টারের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মুফতি আশিকুর রহমান।
মোনাজাতে আত্মশুদ্ধি, গুনাহ মাফ, ও দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজতের জন্য মহান আল্লাহর রহমত প্রার্থনা করা হয়। লাখো ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে নলতা শরীফ ধর্মীয় উৎসবের নগরীতে পরিণত হয়।
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কঠোর নজরদারির মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ৬১ তম বার্ষিক ওরস শরীফ সফলভাবে সম্পন্ন হয়েছে।