প্রজ্ঞাপন ছাড়া ঘরে না ফেরার ঘোষণা
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে রাতভর বিক্ষোভ
রাজধানীর শাহবাগ মোড়ে আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠন নিষিদ্ধের দাবিতে রাতভর অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। তারা সাফ জানিয়ে দিয়েছেন—নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না, ঘরে ফিরবেন না।
শুক্রবার (৯ মে) দিনগত রাত দেড়টার দিকে শাহবাগ এলাকায় সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা রাস্তার ওপর বসে বিভিন্ন স্লোগানে আওয়াজ তুলছেন। কেউ কেউ আশপাশের ফুটপাত ও গলিতে চট ও কাগজ বিছিয়ে ঘুমিয়ে রয়েছেন। কারও হাতে মাইক, কেউ ক্রিকেট খেলছেন—এভাবেই চলছে অবস্থান কর্মসূচি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এই বিক্ষোভে তিনটি প্রধান দাবি তুলে ধরা হয়েছে-আওয়ামী লীগ এবং এর সব সহযোগী সংগঠন নিষিদ্ধ ঘোষণা, গত ১৬ বছরে সংঘটিত কথিত ‘দলগত হত্যাকাণ্ডের’ বিচার, রাজপথে আন্দোলনের বিরুদ্ধে নিপীড়নের তদন্ত ও বিচার।
রাত পৌনে ১১টায় শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, “শাপলা চত্বর, জুলাই আন্দোলনসহ বিগত সব হত্যাকাণ্ডে আওয়ামী লীগের দলগত সম্পৃক্ততা রয়েছে। দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে।”
তিনি আরও জানান, “এই আন্দোলন দীর্ঘমেয়াদী হতে পারে। প্রয়োজন হলে দিনের পর দিন রাজপথে থাকবো। প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরবো না।”
দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানান, শনিবার (১০ মে) বিকেল ৩টায় শাহবাগে আবার গণজমায়েতের ডাক দেওয়া হয়েছে। সারাদেশের বিভিন্ন পয়েন্টেও একযোগে কর্মসূচি চলবে।
মাইকে বিভিন্ন স্লোগান ওঠে আসে-“ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান”,“একটা একটা লীগ ধর, ধরে ধরে জবাই কর”,
“আমার ভাই কবরে, খুনি কেন ভারতে”, মনকি ভারত ও থাইল্যান্ডেও আওয়ামী লীগের নেতৃবৃন্দের অবস্থান নিয়ে স্লোগান দেওয়া হয়।
এই প্রতিবাদ কর্মসূচি ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো সংঘর্ষ বা পুলিশি অভিযান হয়নি।