আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রামপালে নাগরিক কমিটির সড়ক অবরোধ ও বিক্ষোভ
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বাগেরহাটের রামপালে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার (৯ মে) সকাল ১০টায় উপজেলার ফয়লাহাট এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভকারীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বসে পড়েন এবং ঘণ্টাব্যাপী অবস্থান নেন। এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও বিচারের দাবিতে নানা শ্লোগান দেন এবং আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট সংগঠন’ আখ্যা দিয়ে নিষিদ্ধ করার আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির সভাপতি জুয়েল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা খালিদ হাসান, নাগরিক কমিটির সদস্য আল আমিন শেখ, উপজেলা জামায়াতের সেক্রেটারি জেহাদুল ইসলাম ও সরদার মহিদুল ইসলাম।
বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং দুপুরের পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ট্যাগস :