আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে খুলনায় শিববাড়ি মোড়ে ছাত্র জনতার অবস্থান ও সড়ক অবরোধ
আওয়ামী লীগকে ‘নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন’ ঘোষণার দাবিতে খুলনার শিববাড়ি মোড়ে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র ও তরুণ জনতা। বৃহস্পতিবার (৯ মে) দুপুরে এ কর্মসূচি শুরু হয়, যা ঘন্টাখানেক স্থায়ী ছিল।
কর্মসূচিতে এনসিপি, ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র ও যুব আন্দোলন, রেড জুলাইসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা “আওয়ামী লীগ ব্যান করো”, “দিল্লি না ঢাকা, আওয়ামী লীগের ঠিকানা হবে না”, “এই বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই”—এমন বিভিন্ন স্লোগান দেন।
বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনগুলো গত ১৬ বছর ধরে ছাত্র ও সাধারণ মানুষের ওপর ‘অত্যাচার ও দমন-পীড়ন’ চালিয়ে আসছে। ৫ আগস্টের ‘ঘটনার’ পর আওয়ামী লীগের ‘রাজনৈতিক বৈধতা শেষ’ হয়ে গেছে বলেও বক্তারা দাবি করেন।
তারা অবিলম্বে আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ করার দাবি জানান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশি হস্তক্ষেপ বা অপ্রীতিকর ঘটনার কোনো খবর পাওয়া যায়নি।