আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় কেসিসির লাইসেন্স অফিসার গ্রেফতার
আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) লাইসেন্স অফিসার রবিউল আলমকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২১ এপ্রিল) দুপুরে নগর ভবনের কর আদায় শাখা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, গত রোববার ভোরে খুলনার জিরো পয়েন্ট এলাকায় অনুষ্ঠিত এক ঝটিকা মিছিলে রবিউল আলম সিটি কর্পোরেশনের স্টিকার লাগানো মোটরসাইকেলে অংশ নেন। তিনি কেসিসির সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জুলফিকার আলী হায়দার বলেন, “ভিডিও ফুটেজ পর্যালোচনা করে রবিউল আলমকে শনাক্ত করা হয়। এরপর নগর ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।”
এ বিষয়ে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, “হরিণটানা থানা থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে রবিউল আলমকে গ্রেফতার করা হয়েছে। তাকে ওই থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া তিনি আরও কোনো অপতৎপরতার সঙ্গে জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।”