আওয়ামী লিগ নামে একটি নতুন রাজনৈতিক দল নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা পড়েছে। সোমবার (২৪ মার্চ) নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর নিবন্ধন আবেদনপত্র জমা দেন উজ্জল রায় নামে এক ব্যক্তি।
এ বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে. এম. আলী নেওয়াজ জানান, রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন প্রাথমিকভাবে গ্রহণ করা হয়েছে। তবে, এই নিবন্ধন প্রক্রিয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
জানা গেছে, উজ্জল রায় আওয়ামী লিগ নামে নতুন দলের সভাপতি হিসেবে আবেদন করেছেন। তার আবেদনে উল্লেখ করা হয়েছে, দলের ঠিকানা বঙ্গবন্ধু এভিনিউ এবং প্রতীকের জন্য নৌকা অথবা ইলিশ চাওয়া হয়েছে।
অবশ্য, দলের প্রতিষ্ঠা তারিখ হিসেবে ২৪ মার্চ ২০২৫ উল্লেখ করা হলেও, দলের কমিটির মেয়াদ ৩০ এপ্রিল শেষ হবে বলেও বলা হয়েছে, তবে এ বছর বা কোন সাল তা নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। এ ছাড়া, ব্যাংকের নাম ও ঠিকানা, ব্যাংক হিসাবের তথ্যও পাওয়া যায়নি, তবে দলের পরিচালনার জন্য ব্যক্তিগত তহবিলের তথ্য দেওয়া হয়েছে।
এছাড়া, উজ্জল রায়ের আবেদনে বলা হয়েছে যে, তিনি দিনাজপুর-৫ আসন থেকে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন।
এ বিষয়ে অতিরিক্ত সচিব কে. এম. আলী নেওয়াজ আরও বলেন, “আমরা প্রাথমিকভাবে আবেদনটি গ্রহণ করেছি এবং নিবন্ধনের জন্য প্রয়োজনীয় বিধিমালা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
এখন পর্যন্ত রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায়, এটি একটি পর্যবেক্ষণাধীন বিষয় হিসেবে থাকবে।