ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভক্তদের সঙ্গে চমৎকার এক সম্পর্ক গড়ে

অ্যাওয়ে ভক্তদের বিদায় দিয়ে ক্লপ বললেন, ‘চমৎকার এক সম্পর্ক’

চেকপোস্ট ডেস্ক::

লিভারপুল অধ্যায় সমাপ্তির দুয়ারে দাঁড়িয়ে ইয়ুর্গেন ক্লপ। ঘরের বাইরে দলটির ডাগআউটে শেষবারের মতো দাঁড়ান তিনি অ্যাস্টন ভিলায়। ম্যাচ শেষে অ্যাওয়ে সমর্থকদের বিদায় জানান জার্মান কোচ। পাগলাটে ভক্তদের সঙ্গে চমৎকার এক সম্পর্ক গড়ে ওঠার কথা বলেন তিনি।

ইংলিশ ক্লাবটির দায়িত্বে ঘরের বাইরে শেষ ম্যাচটিতে জিততে পারেননি ক্লপ। অ্যাস্টন ভিলার বিপক্ষে সোমবার ৩-৩ ড্র করে তার দল।

ম্যাচটি অবশ্য জয়ের পথেই ছিল লিভারপুল। কিন্তু ৮৪ মিনিট পর্যন্ত ৩-১ গোলে এগিয়ে ছিল তারা। কিন্তু শেষ দিকে দৃশ্যপটই পাল্টে দেন বদলির বদলি হিসেবে নামা ভিলার তরুণ ফরোয়ার্ড জন দুরান। তিন মিনিটের মধ্যে তার দুই গোলে সমতায় শেষ হয় ম্যাচ।

ম্যাচটি জিততে না পারলেও ক্লপকে ভালোবাসায় সিক্ত করেন লিভারপুলের সমর্থকরা। বিদায়ী কোচকে হাততালি দিয়ে জানান অভিনন্দন। সেখানে যোগ দেন ভিলার সমর্থকরাও। ম্যাচ শেষে ওই সময়ের অনুভূতির কথা জানালেন ক্লপ।

“আমি জানি, এটাই শেষবার। তবে ঠিক ওইরকম কিছু মনে হচ্ছে না। অ্যাওয়ে সমর্থকরা বরাবরই পুরোপুরি পাগলাটে ছিল। তারা কীভাবে কি করেছে, কোথায় ছিল, আমরা বছর জুড়ে তাদের অনেক ভ্রমণ করিয়েছি। চমৎকার একটি সম্পর্ক এটি।”

গত জানুয়ারিতে হুট করে মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা দেন ক্লপ। অ্যানফিল্ডের দলটির সঙ্গে তার চুক্তির মেয়াদ ছিল ২০২৬ সাল পর্যন্ত। কিন্তু আগেভাগেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন ৫৬ বছর বয়সী এই কোচ।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৫:৪২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৫৪৮ বার পড়া হয়েছে

ভক্তদের সঙ্গে চমৎকার এক সম্পর্ক গড়ে

অ্যাওয়ে ভক্তদের বিদায় দিয়ে ক্লপ বললেন, ‘চমৎকার এক সম্পর্ক’

আপডেট সময় ০৫:৪২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪

লিভারপুল অধ্যায় সমাপ্তির দুয়ারে দাঁড়িয়ে ইয়ুর্গেন ক্লপ। ঘরের বাইরে দলটির ডাগআউটে শেষবারের মতো দাঁড়ান তিনি অ্যাস্টন ভিলায়। ম্যাচ শেষে অ্যাওয়ে সমর্থকদের বিদায় জানান জার্মান কোচ। পাগলাটে ভক্তদের সঙ্গে চমৎকার এক সম্পর্ক গড়ে ওঠার কথা বলেন তিনি।

ইংলিশ ক্লাবটির দায়িত্বে ঘরের বাইরে শেষ ম্যাচটিতে জিততে পারেননি ক্লপ। অ্যাস্টন ভিলার বিপক্ষে সোমবার ৩-৩ ড্র করে তার দল।

ম্যাচটি অবশ্য জয়ের পথেই ছিল লিভারপুল। কিন্তু ৮৪ মিনিট পর্যন্ত ৩-১ গোলে এগিয়ে ছিল তারা। কিন্তু শেষ দিকে দৃশ্যপটই পাল্টে দেন বদলির বদলি হিসেবে নামা ভিলার তরুণ ফরোয়ার্ড জন দুরান। তিন মিনিটের মধ্যে তার দুই গোলে সমতায় শেষ হয় ম্যাচ।

ম্যাচটি জিততে না পারলেও ক্লপকে ভালোবাসায় সিক্ত করেন লিভারপুলের সমর্থকরা। বিদায়ী কোচকে হাততালি দিয়ে জানান অভিনন্দন। সেখানে যোগ দেন ভিলার সমর্থকরাও। ম্যাচ শেষে ওই সময়ের অনুভূতির কথা জানালেন ক্লপ।

“আমি জানি, এটাই শেষবার। তবে ঠিক ওইরকম কিছু মনে হচ্ছে না। অ্যাওয়ে সমর্থকরা বরাবরই পুরোপুরি পাগলাটে ছিল। তারা কীভাবে কি করেছে, কোথায় ছিল, আমরা বছর জুড়ে তাদের অনেক ভ্রমণ করিয়েছি। চমৎকার একটি সম্পর্ক এটি।”

গত জানুয়ারিতে হুট করে মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা দেন ক্লপ। অ্যানফিল্ডের দলটির সঙ্গে তার চুক্তির মেয়াদ ছিল ২০২৬ সাল পর্যন্ত। কিন্তু আগেভাগেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন ৫৬ বছর বয়সী এই কোচ।