অস্বচ্ছল পরিবারের শিশুদের জন্য শিক্ষা বৃত্তির ঘোষণা: ধর্ম বিষয়ক উপদেষ্টা
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, দেশের অস্বচ্ছল পরিবারের ছেলে-মেয়েদের জন্য শিক্ষা বৃত্তি প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। বিশেষ করে প্রান্তিক ও গ্রামীণ অঞ্চলের শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতেই এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত “টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা” শীর্ষক খুলনা জেলা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. খালিদ হোসেন বলেন, “মসজিদভিত্তিক শিক্ষাকর্মসূচির মতোই মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রমও একই গুরুত্বে পরিচালিত হবে। উপাসনালয়ভিত্তিক শিক্ষা ব্যবস্থা আমাদের আদি ঐতিহ্য। এটি আদিকাল থেকে আজও অব্যাহত রয়েছে।”
তিনি আরও জানান, সুনামগঞ্জের তাহেরপুরে সরকারি অর্থায়নে মন্দির ও শ্মশানঘাট নির্মাণ করেছে সরকার। অস্বচ্ছল মন্দিরগুলোকে আর্থিক সহায়তা প্রদানের পরিকল্পনা রয়েছে এবং বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সোলার প্যানেল বসানোরও পরামর্শ দেন তিনি।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মন্দির ভিত্তিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ঠ পর্যায়) প্রকল্প পরিচালক ড. শ্রীকান্ত কুমার চন্দ, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাদেক আহমেদ, খুলনা ইসলামী ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সত্যানন্দ দত্ত এবং কর্মশালায় ধারণাপত্র উপস্থাপন করেন প্রকল্পের খুলনা জেলা কার্যালয়ের প্রতিনিধিরা।
এই প্রকল্পের মাধ্যমে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শুধু শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে না, বরং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ধর্মীয় ও নৈতিক শিক্ষার এক শক্ত ভিত গড়ে তুলছে।