তারেকুল আলম মাসুমের পক্ষ থেকে স্পষ্ট করণী
অলিপুর জমি বিরোধে প্রকাশিত মিথ্যা সংবাদে প্রতিবাদ

গত ৭ জানুয়ারি অনলাইন সংবাদমাধ্যম চেকপোস্ট-এ “পূর্ব বিরোধের জেরে শায়েস্তাগঞ্জে শতাধিক গাছ কর্তন ও বাড়ি ভাংচুর” শিরোনামে প্রকাশিত সংবাদের একটি অংশে মোঃ তারেকুল আলম মাসুমকে ঘটনার সঙ্গে জড়িত হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
তারেকুল আলম মাসুম জানাচ্ছেন, ৬ জানুয়ারি তিনি তার ফুফাতো ভাই ফরিদ সর্দারকে সঙ্গে নিয়ে বড় চাচা আলফু মিয়া এবং ছোট চাচা আক্তার মিয়া-র সঙ্গে চলমান দেওয়ানি মামলার বিরোধ নিষ্পত্তির জন্য আলফু মিয়ার কাছে যান। কিন্তু আলফু মিয়া সমাধানে বসতে অনিচ্ছুক ছিলেন। একাধিক অনুরোধের পরও সম্মতি না পাওয়ায় তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
পরবর্তীতে বড় চাচা ও ছোট চাচার মধ্যে তর্ক-বিতর্ক ও কিছু গাছ কাটা সংক্রান্ত ঘটনা ঘটে। ঘটনার সময় মোঃ তারেকুল আলম মাসুম সেখানে উপস্থিত ছিলেন না, অথচ সংবাদে তার নাম উল্লেখ করা হয়েছে। এটি সামাজিকভাবে তার হেয় প্রতিপন্ন করা, সম্মানহানি করা এবং পারিবারিক বিরোধকে কেন্দ্র করে উদ্দেশ্যমূলকভাবে তার নাম ব্যবহার করার শামিল।
মাসুম জানিয়েছেন, সংবাদে উল্লেখিত অভিযোগের সঙ্গে তার কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক নেই। যাচাইবিহীন সংবাদ প্রকাশ সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী এবং ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণের শামিল।
তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমকে অনুরোধ করেছেন, ভবিষ্যতে উভয় পক্ষের বক্তব্য গ্রহণের পর বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশ করা হোক। একই সঙ্গে তিনি প্রকাশিত সংবাদটির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
প্রতিবাদকারী-
মোঃ তারেকুল আলম মাসুম
অলিপুর দক্ষিন, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ



















