অভিনেত্রী মেঘনা আলম কারাগারে
জননিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে অভিনেত্রী ও মিস আর্থ বাংলাদেশ ২০২০ বিজয়ী মেঘনা আলমকে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে ডিবি পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এই আদেশ দেন। এর আগে রাত সাড়ে দশটার দিকে ডিবি পুলিশ মেঘনা আলমকে আদালতে হাজির করে।
আদেশে বলা হয়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(১) ধারা অনুযায়ী, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাকে ৩০ দিনের জন্য আটক রাখা জরুরি মনে হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।
এ ঘটনার আগে, গত বুধবার সন্ধ্যায় মেঘনা আলম ফেসবুক লাইভে অভিযোগ করেন, পুলিশ পরিচয়ধারীরা তার বাসার দরজা ভেঙে ভেতরে ঢুকেছে। লাইভটি প্রায় ১২ মিনিট ধরে চলার পর আচমকাই বন্ধ হয়ে যায় এবং পরে সেটি মুছে ফেলা হয়।
উল্লেখ্য, ২০২০ সালের ৫ অক্টোবর অনুষ্ঠিত মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন মেঘনা আলম। এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল প্লাস্টিক পুনর্ব্যবহার করে পরিবেশ রক্ষা এবং নারী উদ্যোক্তা তৈরি করে নারীদের স্বাবলম্বী করা।