অভিনব কায়দায় কাঁটাতার ভেদ করে মাদক আনার ভিডিও ফেসবুকে দিলেন মাদক কারবারি জীবন মিয়া!
হবিগঞ্জের মাধবপুরে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অভিনব কৌশলে মাদক পাচারের একটি চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করেছেন স্থানীয় মাদক কারবারি জীবন মিয়া। এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জীবন মিয়া নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ১৬ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, ভারতীয় সীমান্ত থেকে শত শত মাদকের বস্তা কাঁটাতার ভেদ করে বাংলাদেশের দিকে ছুঁড়ে ফেলা হচ্ছে, যেখানে অন্তত ৮-১০ জন বাংলাদেশি মাদকের বাহক সেগুলো লুফে নিচ্ছেন।
ভিডিওতে ভারতের সীমান্তে হাইভোল্টেজ স্ট্রিট লাইটও জ্বলতে দেখা যায়, যা থেকে ধারণা করা যায়—ঘটনাটি গভীর রাতে সংঘটিত।
বিশ্বস্ত সূত্র জানায়, ভিডিওটি ধারণ করা হয়েছে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী ১৯৯৯ ও ২০০০ নম্বর পিলারের মাঝামাঝি স্থানে। অভিযুক্ত জীবন মিয়া ওই এলাকায় মাদকের বাহক হিসেবে পরিচিত এবং রাজেন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তিনি আবুল কালামের ছেলে।
এর আগে, গত বছরের ৩ অক্টোবর জীবন মিয়াকে ৩২০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করেছিল বিজিবি ২৫ ব্যাটালিয়নের সদস্যরা। সে সময় তার বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়।
জানা গেছে, এ ধরণের আরও বহু মাদক সংক্রান্ত ছবি ও ভিডিও জীবন মিয়া নিয়মিতভাবে তার ফেসবুক আইডিতে প্রকাশ করে আসছেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে স্থানীয় বিজিবি কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক সাজেদুল হাসান বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ভিডিও ফুটেজসহ যদি সুনির্দিষ্ট প্রমাণ মেলে, তবে আমরা অবশ্যই সেখানে অভিযান পরিচালনা করবো।”