সভাপতি সেলিম ইকবাল, সম্পাদক মইনুল ইসলাম
অভয়নগর কলেজ শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন
যশোরের অভয়নগরে কলেজ শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন কমিটি গঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) পল্লীমঙ্গল আদর্শ কলেজে আয়োজিত সভায় পায়রাহাট ইউনাইটেড কলেজের অধ্যক্ষ সেলিম ইকবালকে সভাপতি এবং ভৈরব আদর্শ কলেজের সহকারী অধ্যাপক এস এম মইনুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সমিতির বর্তমান সভাপতি অধ্যক্ষ এস এম খায়রুল বসারের সভাপতিত্বে এবং জ্যেষ্ঠ প্রভাষক সঞ্জীব বসুর সঞ্চালনায় সভায় সাধারণ সম্পাদক সেলিম হোসেন বিগত বছরের কার্যক্রম উপস্থাপন করেন। আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন প্রভাষক আব্দুল্লাহ আল মাসুম এবং অডিট প্রতিবেদন পেশ করেন সহকারী অধ্যাপক হাবিবুর রহমান।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক, শ্রেষ্ঠ অধ্যক্ষ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। বক্তব্য রাখেন ভবদহ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মতলেব সরদার, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, সুন্দলী এসটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, এবং নবনির্বাচিত সভাপতি সেলিম ইকবাল প্রমুখ।
মঞ্চে আরো উপস্থিত ছিলেন শেখ আব্দুল ওহাব মডেল কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, ভবদহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন, অভয়নগর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শ্যামল মজুমদারসহ অভয়নগরের বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষক নেতৃবৃন্দ।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহকারী অধ্যাপক সোহেল রানা (অর্থ সম্পাদক), শেখ আলমগীর হোসেন (যুগ্ম সাধারণ সম্পাদক), জুলফিকার আলী (সহ-সম্পাদক), শেখ সাদী (সাংগঠনিক সম্পাদক), মোঃ আবুল হোসেন গাজী (জনসংযোগ ও প্রচার সম্পাদক), জিয়াউর রহমান (দপ্তর সম্পাদক), পলাশ হোসেন (ক্রীড়া সম্পাদক), আব্দুর রাজ্জাক (সাংস্কৃতিক সম্পাদক), নির্বাহী সদস্য: সহকারী অধ্যাপক হোসেন আলী, জাহাঙ্গীর আলম ও ওয়াহিদুর রহমান অপু।
এজিএম অনুষ্ঠানে প্রায় ২২০ জন শিক্ষক সদস্য উপস্থিত ছিলেন।