অভয়নগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওয়াপাড়া পৌরসভা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর শাখার উদ্যোগে সকল ইউনিট সভাপতি, সেক্রেটারি ও ওয়ার্ড টিমদের অংশগ্রহণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। নওয়াপাড়া ইন্সটিটিউট অডিটোরিয়ামে আয়োজিত এই সমাবেশে উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আমীর মাওলানা মোঃ আলতাফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা আমীর অধ্যাপক সরদার শরীফ হোসেন, সেক্রেটারি অধ্যাপক এম এম মহিউল ইসলাম, সহ-সেক্রেটারি মোঃ গোলাম মোস্তফা এবং পৌর যুব সভাপতি মোঃ মাসুম বিল্লাহসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বক্তারা বৈষম্য বিরোধী গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের সর্বদা সজাগ থাকার আহ্বান জানান। তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চেতনাকে ধারণ করে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে দুর্বার আন্দোলন চালিয়ে যেতে হবে। সেই সঙ্গে, সমাজ থেকে জুলুম-নির্যাতন, চাঁদাবাজি, সুদ-ঘুষ এবং দখলদারিত্ব নির্মূলে কার্যকর ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে দলীয় ঐক্য সুসংহত করার পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।