অপারেশন ডেভিল হান্ট অভিযানে ৭ জন গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” পরিচালিত হচ্ছে। জেলার বিভিন্ন থানার উদ্যোগে পরিচালিত এ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃতরা হলেন- মো. শাহান উদ্দিন (৩৩) – শান্তিগঞ্জ উপজেলার বগলাকাড়া গ্রামের বাসিন্দা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক। রমজান আলী (৬০) – সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামের বাসিন্দা ও জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। আবুল কালাম আজাদ (৪০) – সুনামগঞ্জ সদর উপজেলার ঘাসিগাঁও গ্রামের বাসিন্দা ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের সাবেক যুবলীগের আহ্বায়ক। মো. খোকন মিয়া (৪০) – মধ্যনগর থানার রৌহা গ্রামের বাসিন্দা ও বংশীকুন্ডা দক্ষিণ ইউপির ৪নং ওয়ার্ড কমিটির শ্রমিক লীগের সভাপতি। মো. কামরুল হাসান তেরা মিয়া (৪০) – জগন্নাথপুর থানার কেশবপুর গ্রামের বাসিন্দা ও জগন্নাথপুর পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। মো. আকরামিন হোসেন (২১) – তাহিরপুর থানার সোলেমানপুর গ্রামের বাসিন্দা ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি। জানে আলম (২৮) – ছাতক থানার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ও ইসলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জাকির হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সুনামগঞ্জ জেলায় “অপারেশন ডেভিল হান্ট” অভিযানের ফলে অপরাধ দমনে পুলিশ সফল ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয়রা।