অনুমতি ছাড়াই বিদ্যুৎ খুঁটি রেখে দোকান নির্মাণ, দুর্ঘটনার আশঙ্কা
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে বিদ্যুৎ খুঁটি ভেতরে রেখে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে। অনুমতি ছাড়াই নির্মিত এ ঘর ইতোমধ্যে এক ব্যবসায়ীর কাছে ভাড়াও দেওয়া হয়েছে। বিষয়টি জানার পরও বিদ্যুৎ বিভাগ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
এ ঘটনায় আতঙ্কে রয়েছেন বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তাদের আশঙ্কা, বিদ্যুতের খুঁটি ঘরের ভেতরে থাকায় যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
প্রবাসী শামসুল ইসলাম ওরফে রাজা মিয়ার মালিকানায় নির্মিত দোকানঘরটি তার বোন জুলেন বেগমের তত্ত্বাবধানে গড়ে তোলা হয়। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ঝুঁকি সম্পর্কে জানার পরও পরিবারের সহায়তায় ভবনটি নির্মাণ করা হয়েছে।
রবিবার সরেজমিনে গেলে স্থানীয়রা বিষয়টিকে ‘মরণ ফাঁদ’ আখ্যা দিয়ে জানান, বিদ্যুৎ খুঁটির কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটলে বাজারের শতাধিক দোকান ও ব্যবসায়ীর ক্ষতি হতে পারে।
পাথারিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী বলেন, “বিদ্যুতের খুঁটি ঘরের ভেতরে রেখেই দোকান করা হয়েছে। কোনো দুর্ঘটনা ঘটলে পুরো বাজারের সুনাম নষ্ট হবে।”
ব্যবসায়ী আসাদ মিয়া বলেন, “বিদ্যুৎ অফিসের অনুমতি ছাড়াই ঘর নির্মাণ করা হয়েছে।”
পাথারিয়া বাজারের ইজারাদার আব্দুল মোমিন বলেন, “বিদ্যুৎ খুঁটি ভেতরে রেখে দোকান নির্মাণ করায় পুরো বাজার এখন ঝুঁকিতে। যে কোনো সময় বড় দুর্ঘটনা হলে বাজারের সবাই ক্ষতিগ্রস্ত হবে।”
এ বিষয়ে ঘরের মালিক শামসুল ইসলামের বোন জুলেন বেগম মোবাইল ফোনে বলেন, “বিদ্যুতের অফিসের সাথে আমরা যোগাযোগ করিনি। তবে বিদ্যুৎ অফিসের লোকজন এসে দেখে গেছেন।”
শান্তিগঞ্জ বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমেদ জানান, “আমরা বিষয়টি জানি না। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবি, যেকোনো দুর্ঘটনা এড়াতে দ্রুত বিদ্যুৎ খুঁটি সরানো এবং অনুমতি ছাড়া নির্মিত দোকানঘর ভেঙে দেওয়ার ব্যবস্থা নিতে হবে।