অটোর ধাক্কায় মাহিমের মর্মান্তিক মৃত্যু
জামালপুর সদর উপজেলার জামালপুর-ঢাকা মেইন রোডের পাশে জামতলী নারায়ণপুর পুলিশ ফাঁড়ির নিকটবর্তী পশ্চিম দিঘুলী পাড় এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাহিম নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বিকেল ৫ ঘটিকার সময়, মাহিম তার মায়ের সঙ্গে বাড়ির পাশে মসজিদের সামনে ছিল। হঠাৎ রাস্তার পশ্চিম পাশে বড়ই খেতে দৌড়ে গেলে ব্যাটারি চালিত অটোর ধাক্কায় সে গুরুতর আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাহিমের মা তাকে থামানোর চেষ্টা করলেও নিয়ন্ত্রণ করতে পারেননি। অন্যদিকে, অটো রিকশাটিও গতি নিয়ন্ত্রণ করতে না পারায় দুর্ঘটনাটি ঘটে। প্রচণ্ড রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে নেওয়ার পথেই মাত্র ৫-১০ মিনিটের মধ্যে মাহিমের মৃত্যু হয়।
নারায়ণপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, এ ঘটনায় অভিযোগ দায়ের হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্যাগস :