কিস্তির টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে ছেলের হাতে প্রাণ গেল বাবার
খুলনায় ছেলের হাতে খুন হয়েছেন লিখন খান (৪৫) নামে এক বাবা। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে নগরীর সোনাডাঙ্গা থানার বসুপাড়া বাঁশতলা মোড়ে বরকতিয়া মসজিদ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
সোনাডাঙ্গা থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে এটি পারিবারিক বিরোধের জের। তবে হত্যার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সমিতির কিস্তির টাকা পরিশোধ নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে ক্ষিপ্ত হয়ে বাবাকে আঘাত করে হত্যা করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনায় জড়িত ছেলেকে আটকের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











