ইরানে ধর্ষণের অভিযোগে তিনজনের প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকর
ইরান সরকার ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। শনিবার (১৯ জুলাই) দেশটির উত্তরাঞ্চলীয় গোরগান শহরে ওই তিনজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে ইরানের বিচার বিভাগ মিজানের এক বিবৃতিতে জানানো হয়েছে।
স্থানীয় বিচার বিভাগের প্রধান হায়দার আসিয়াবি জানান, তিনজন ধর্ষককে দ্রুত গ্রেফতার ও দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হয়েছে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে বিস্তারিত তথ্য প্রদান করেননি তিনি।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের তথ্য অনুযায়ী, ইরানে হত্যা ও ধর্ষণ মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। বিশ্বে চীনের পর ইরান হলো দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ।
গত মাসের শুরুর দিকে ইরানে এক তরুণীকে ধর্ষণ ও হত্যার দায়ে অভিযুক্ত এক ব্যক্তিকে জনসমক্ষে ফাঁসি দেওয়া হয়েছিল, যা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।