জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে আজ (১৮ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও শহীদ মার্চের আয়োজন করেছে গণসংহতি আন্দোলন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
এছাড়া নারায়ণগঞ্জ মহানগর কমিটির সমন্বয়কারী বিপ্লব খাঁন, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ফারহানা মুনা প্রমুখ বক্তব্য রাখবেন।
গণসংহতি আন্দোলন দলগতভাবে জুলাই গণঅভ্যুত্থানে সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করে আসছে এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে অঙ্গীকারবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।