হবিগঞ্জ সূফীবাদী সাহিত্য পরিষদের নতুন কার্যকরী কমিটি গঠন
হবিগঞ্জের অন্যতম সাহিত্য-সংস্কৃতি ও আধ্যাত্মিক সংগঠন “হবিগঞ্জ সূফীবাদী সাহিত্য পরিষদ”-এর ২০২৫-২০২৮ মেয়াদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ১৪ নভেম্বর ২০০০ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন সূফী দর্শন, সাহিত্য, সংস্কৃতি ও মানবকল্যাণে কাজ করে আসছে দীর্ঘদিন ধরে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পীর শাহ মোহিত সরকার এবং সাধারণ সম্পাদক হয়েছেন পীর মুফতী মাওলানা কে. এম. এ. ওয়াহাব নাঈমী।
নতুন কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন-সহসভাপতি এডভোকেট মোহাম্মাদ আজিজুর রহমান আজিজ, আলহাজ্ব মোহাম্মাদ সাহাব উদ্দিন খান, আলহাজ্ব ডাক্তার মোহাম্মাদ আবদুল ওয়াহেদ চৌধুরী, ডাক্তার মোহাম্মাদ দুদু মিয়া নকশবন্দিয়া ও কবি আবু সালাহ আহমাদ।
যুগ্ম সাধারণ সম্পাদক কবি ও লেখক এম. এ. বাছিত এবং মোহাম্মাদ আশাহিদ আলী আশা (সাংবাদিক)। সাংগঠনিক সম্পাদক গীতিকার হাকিম এস. এম. আমিনুল হক্ব কাদরী, মোহাম্মাদ শামছুল হক ও হাফিজ ক্বারী মোহাম্মাদ আবু জাফর জালালী আল্ ক্বাদরী নাঈমী।
কোষাধ্যক্ষ গীতিকার মোহাম্মাদ ইছহাক আলী, মোহাম্মাদ মুজিবুর রহমান খান ও মোহাম্মাদ সাইফ উদ্দিন আহমেদ চৌধুরী অপু। অফিস সম্পাদক মোহাম্মাদ নুরুল আমিন (ব্যাংকার), মোহাম্মাদ সৈয়দ রাশেদুল হক রুজেন ও অসিত কুমার চৌধুরী (সাংবাদিক)।
দপ্তর সম্পাদক মাওলানা ক্বারী মোহাম্মাদ আবু তাহের মেম্বার নাঈমী। পাঠাগার সম্পাদক মোহাম্মাদ আবদুল মালিক আক্তার মিয়া। শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক গৌতম চন্দ্র দাশ।
প্রচার সম্পাদক মোহাম্মাদ রহমত আলী (সাংবাদিক), ক্বারী শেখ শাহাউর রহমান বেলাল (সাংবাদিক), ক্বারী মোহাম্মাদ সাইদুর রহমান চৌধুরী ও মাওলানা ক্বারী মোহাম্মাদ শাহ্ জাহান মিয়া নাঈমী।
গ্রন্থণা শরীয়াহ সম্পাদক কাজী মাওলানা মোহাম্মাদ আতর আলী। প্রকাশনা সম্পাদক মোহাম্মাদ মঈন উদ্দিন। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মাদ জাহির মিয়া।
মহিলা সম্পাদক ক্বারী জান্নাতুল ফেরদৌস কাকুলী, এস. এম. শামসিয়াতুন নুর নুবাহ্, রোটারিয়ান প্রতিমা রাণী বণিক ও সাদিয়া আফরিন আরবী লিপি।
সম্মানিত সদস্য মোহাম্মাদ মামুনুর রশীদ চৌধুরী, পীর শাহ মোশাররফ হোসেন চিশতী আল্ ক্বাদরী, মোহাম্মাদ আবদুর রাজ্জাক, মোহাম্মাদ সফিকুল আলম ফজলুর, মোসম্মাৎ মনোয়ারা আরবী চিশতী, আলহাজ্ব মোহাম্মাদ আবদুল ওয়াহিদ দুলাল, সৈয়দ মাহবুব জিলানী হিরন, আলহাজ্ব জলিল উদ্দীন রইছ, ক্বারী মোহাম্মাদ হারুনুর রশিদ নাঈমী, মোহাম্মাদ নায়েব হোসাইন, শাহ মোহাম্মাদ ফারুক মিয়া, মোহাম্মাদ মাসুক মিয়া, মাওলানা মোহাম্মাদ আবদুল খালেক, সৈয়দ মিনহাজ উদ্দিন আহমদ, মোহাম্মাদ আদম আলী ফকির, পীর শাহ সৈয়দ মোরাদ আহমদ চিশতী, নুরুল ইসলাম ফটিক, সৈয়দ শিহাব আদনান, শাহ দেওয়ান শাহনেওয়াজ কোরেশী কয়েছ, শাহ সায়েদুল হক, মাওলানা মোহাম্মাদ আবদুল কাদির নাঈমী, মাওলানা ডাক্তার মোহাম্মাদ নুরুল ইসলাম জিহাদী নাঈমী ও জেসমিন আরা খানম চৌধুরী।
নবগঠিত এই কমিটি সুফীবাদ, সাহিত্য, সংস্কৃতি ও মানবতার প্রসারে কাজ করবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন।










