রাজশাহীতে শীতের তীব্রতা, তাপমাত্রা ১০.৫ ডিগ্রি
রাজশাহীতে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার (৩ জানুয়ারি ২০২৫) সকাল ৬টা ও ৯টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হিমেল হাওয়ার সঙ্গে যুক্ত হয়েছে বাতাসের ৯৩ শতাংশ আর্দ্রতা, যা জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করেছে।
কনকনে ঠান্ডা বাতাসে রাজশাহীর মানুষ চরম বিপাকে পড়েছে। দিনের বেলায় কিছুটা উষ্ণতা থাকলেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় আকাশ ঢাকা থাকছে। এতে নিম্ন আয়ের মানুষের কাজের সুযোগ সীমিত হয়ে পড়েছে, যা তাদের জীবনযাত্রায় প্রভাব ফেলছে।
রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, ডিসেম্বর মাসের শুরুতে তাপমাত্রা ৯ ডিগ্রিতে নেমেছিল, তবে তখন হিমেল হাওয়ার প্রভাব ছিল না। বর্তমানে উত্তর-পশ্চিম থেকে আসা হিমেল বাতাসের কারণে তাপমাত্রা খুব নিচে না নামলেও শীত বেশি অনুভূত হচ্ছে।
তিনি আরও জানান, আকাশে হালকা মেঘ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। শীতের এই অবস্থার খুব একটা পরিবর্তন হবে না। দুপুরের দিকে সূর্যের দেখা মিলতে পারে, তবে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কুয়াশা ঘন থাকবে।
এমন পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষেরা শীত নিবারণের জন্য নানা কৌশল অবলম্বন করছেন। তবে কাজের সুযোগ সীমিত হওয়ায় তাদের জীবনে আরও বিপর্যয় নেমে এসেছে।
রাজশাহীর শীতপ্রবণ এই অঞ্চলে শীতার্ত মানুষের জন্য দ্রুত ত্রাণ কার্যক্রম চালানো প্রয়োজন বলে স্থানীয়রা মনে করছেন।