রাজশাহীতে চলছে উদ্যোক্তা মেলা ২০২৫
রাজশাহী নগরভবনের গ্রীনপ্লাজায় শুরু হয়েছে “উদ্যোক্তা মেলা ২০২৫”। এই মেলাটি এক মাসব্যাপী চলবে এবং এতে বিভিন্ন উদ্যোক্তা তাদের তৈরি পণ্য প্রদর্শন করছেন। মেলায় পাওয়া যাচ্ছে পোশাক, কসমেটিক, হাতের কাজ করা শাড়ি, থ্রি-পিস, বাচ্চাদের খেলনা, তৈরী পোশাক, পুতুলসহ আরো অনেক পণ্য।
মেলা মূলত ঈদুল ফিতর এবং ঈদ পরবর্তী সময়ে ব্যবসার ভালো টার্গেট নিয়ে শুরু হয়েছে। উদ্যোক্তারা পবিত্র ঈদুল ফিতরের আসন্ন আনন্দ উদযাপনে প্রস্তুত হয়ে তাদের বিভিন্ন পণ্য বিক্রি করছেন। সরেজমিনে মেলা ঘুরে দেখার পর, উদ্যোক্তারা জানিয়েছেন যে, এই সময়ের মধ্যে তাদের ব্যবসায় অধিক পরিমাণে পণ্য বিক্রি হয় এবং দাম তুলনামূলকভাবে সস্তা হওয়ায় ক্রেতারা সন্তুষ্ট হয়ে পণ্য কিনে থাকেন।
এছাড়া, মেলায় বিভিন্ন এলাকা থেকে ক্রেতা সাধারণ আসছে এবং সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। মেলার বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে বাচ্চাদের নাগরদোলা এবং বেশ কয়েকটি রাইড, যা মেলাকে আরও জমজমাট করে তুলেছে।