ফেসবুক ভিডিওতে টিয়া পাখি নিয়ে বিতর্ক
বন বিভাগের নজরে মাধবপুরের শিক্ষিকা
হবিগঞ্জের মাধবপুরে এক শিক্ষিকার ফেসবুক ব্লগে টিয়া পাখি নিয়ে ভিডিও প্রচার করাকে কেন্দ্র করে বন বিভাগ সতর্কবার্তা দিয়েছে। বিষয়টি আলোচনায় আসার পর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মাহমুদুল হাসান মাধবপুরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম জাকিরুল হাসানকে ফোনে যোগাযোগ করে শিক্ষিকাকে বিষয়টি বুঝিয়ে বলার অনুরোধ জানান।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে এ সতর্কবার্তা প্রদান করা হয়। জানা যায়, ‘তন্নী ব্লগ’ নামে একটি ফেসবুক আইডি থেকে নিয়মিত শিক্ষামূলক ভিডিও প্রকাশ করা হয়। এর মধ্যে একটি ভিডিওতে টিয়া পাখি প্রদর্শন করা হয়, যা নিয়ে বন বিভাগের আপত্তি রয়েছে।
বন বিভাগের দাবি, এ ধরনের ভিডিও বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২-এর পরিপন্থী এবং এর মাধ্যমে মানুষ বন্যপ্রাণী পালনে উদ্বুদ্ধ হতে পারে।
ওই শিক্ষিকার নাম তন্নী রহমান। তিনি মাঝিশ্বাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। তন্নী রহমান বলেন, “ভিডিওতে থাকা টিয়া পাখি আমার নয়। আত্মীয়ের বাড়িতে বেড়ানোর সময় এটি দেখা যায়। আমি কখনো বন্যপ্রাণী পালন করিনি। আইন সম্পর্কে আমি সচেতন এবং বন্যপ্রাণী আইনের প্রতি শ্রদ্ধাশীল।”
বন কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, “টিয়া পাখি নিয়ে ভিডিও প্রকাশ করলে অন্যরা উৎসাহিত হয়ে বন্যপ্রাণী পালতে পারে। তাই ভিডিওটি সরিয়ে নেওয়া এবং পাল্টা সচেতনতামূলক ভিডিও প্রকাশের পরামর্শ দেওয়া হয়েছে। অন্যথায় আইন প্রয়োগ করতে বাধ্য হবো।”
হবিগঞ্জের পাখিপ্রেমিক সোসাইটির যুগ্ম আহ্বায়ক বিশ্বজিৎ পাল বলেন, “শিক্ষিকা মূলত বিনোদনের উদ্দেশ্যে ভিডিওটি প্রকাশ করেছেন, অপরাধমূলক কোনো উদ্দেশ্যে নয়। তবে যেহেতু তিনি একজন জনপ্রিয় শিক্ষিকা, তাই তার কাছ থেকে আমরা বন্যপ্রাণী সংরক্ষণে ইতিবাচক ভূমিকা আশা করি।”











