১২ হাজারের বেশি নেতা-কর্মীর অংশগ্রহণের সম্ভাবনা
জামায়াতের সমাবেশ ঘিরে রাজশাহীতে ব্যাপক প্রস্তুতি, ঢাকায় যাবে বিশেষ ট্রেন ও বাস
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকায় ঘোষিত শনিবারের (২০ জুলাই) কেন্দ্রীয় সমাবেশে অংশ নিতে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতা-কর্মীদের ঢাকায় আনা-নেওয়ার জন্য জামায়াত তিনটি রুটে তিন জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের অনুমোদনে রাজশাহী-ঢাকা, সিরাজগঞ্জ-ঢাকা এবং ময়মনসিংহ-ঢাকা রুটে এই ট্রেনগুলো একবার করে যাতায়াত করবে। জামায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ এই বিশেষ ট্রেনের অনুমোদন দেয়।
রাজশাহী মহানগর জামায়াতের আবেদনে বলা হয়, রাজশাহী থেকে ১৮ জুলাই দিবাগত রাত ১টায় বিশেষ ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে ১৯ জুলাই সকাল ৬টায় পৌঁছাবে। ফিরতি ট্রেন ১৯ জুলাই রাত ৮টায় ঢাকায় থেকে ছেড়ে রাত ১টা ১৫ মিনিটে রাজশাহী পৌঁছাবে। ট্রেনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান ও সরদহ রোড স্টেশনে যাত্রা বিরতি করবে। এটি মধুমতি এক্সপ্রেসের রেক ব্যবহার করে পরিচালিত হবে।
অন্যদিকে, সিরাজগঞ্জ-ঢাকা রুটের ৭৭৫/৭৭৬ নম্বর বিশেষ ট্রেন শনিবার সকাল ৬টায় সিরাজগঞ্জ বাজার থেকে ছেড়ে সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাবে। ফিরতি যাত্রা শুরু হবে রাত ১১টা ৫৫ মিনিটে, সিরাজগঞ্জ পৌঁছাবে ভোর ৩টা ৩০ মিনিটে।
ময়মনসিংহ-ঢাকা রুটেও একটি বিশেষ ট্রেন চলবে, তবে সে সম্পর্কে বিস্তারিত সময়সূচি জানা যায়নি।
রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল জানান, এই ট্রিপের জন্য ১ হাজার ১৭৯টি টিকিটের বিনিময়ে রেলওয়েকে প্রায় ১২ লাখ ৭ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ১৪ বগির পুরো ট্রেনটিই জামায়াত নেতা-কর্মীদের জন্য বরাদ্দ।
তিনি আরও জানান, রাজশাহী জেলা ও মহানগর থেকে প্রায় ১২ হাজার নেতা-কর্মী ঢাকায় সমাবেশে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন উপজেলা থেকেও ৭-১০টি করে বাসে দলীয় কর্মীরা রওনা দিচ্ছেন। অনেকেই আগেভাগেই ঢাকায় পৌঁছে গেছেন বলেও জানা গেছে।
উল্লেখ্য, মধুমতি এক্সপ্রেস ট্রেনের শনিবারের নির্ধারিত ছুটি বাতিল করে এই বিশেষ ট্রিপ পরিচালনার ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ।