সীমান্তে বিজিবির অভিযানে ৭টি ভারতীয় গরু আটক
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা ও পেকপাড়া বিওপি টিম অভিযান পরিচালনা করে ৭টি ভারতীয় গরু আটক করেছে।
জানা যায়, সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে সীমান্ত পিলার-১২২৯/৭-এস এবং ১২৩০/১০-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝুমগাঁও ও মোকামছড়া এলাকা থেকে মালিকবিহীন ৭টি ভারতীয় গরু আটক করা হয়। আটককৃত গরুগুলোর আনুমানিক মূল্য ৬ লক্ষ ১০ হাজার টাকা।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।” তিনি আরও জানান, আটককৃত গরুগুলো শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এই তৎপরতা স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে বিজিবি।