গত বছরের জুলাই মাসে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শহরের বহদ্দারহাট এলাকায় এক ছাত্র নিহত হওয়ার ঘটনায় সাবেক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সাইফুল ইসলাম গ্রেফতার হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, তাকে বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা থেকে গ্রেফতার করা হয়।
সিএমপির উপ-কমিশনার (ক্রাইম) মোহাম্মদ রইছ উদ্দিন জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রামের চান্দগাঁও থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।
গত বছরের জুলাইয়ে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে চট্টগ্রামে একাধিক ছাত্র নিহত হন এবং শতাধিক ছাত্র আহত হন। বিক্ষোভের সময় ঘটে যাওয়া ওই ঘটনাটির তদন্তের ফলস্বরূপ, সাইফুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যা এখন তাকে গ্রেফতার করার কারণ হয়ে দাঁড়িয়েছে।
সাইফুল ইসলাম বাংলাদেশ সিভিল সার্ভিসের ২০তম ব্যাচের কর্মকর্তা ছিলেন এবং ৩২তম সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগেও তিনি ঢাকার মেট্রো রেল (এমআরটি) উপ-মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে দায়িত্ব পালনকালে এক সাবেক কর্মকর্তা গ্রেফতারের ঘটনাকে প্রকাশ করে।
Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.