শাপলা নয়, কলা-বেগুন-বাঁশি ও লাউ থেকে এনসিপি বেছে নেবে প্রতীক
নির্বাচন কমিশন (ইসি) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে ৫০টি নির্বাচনী প্রতীকের তালিকা দিয়েছে। ইসি সচিবালয়ের নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব মো. রফিকুল ইসলাম দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি পাঠিয়ে বলেন, নির্বাচন পরিচালনা বিধিমালার বিধি অনুযায়ী শাপলা প্রতীক তালিকায় নেই, তাই তা বরাদ্দ করা সম্ভব নয়।
এনসিপি প্রথমে শাপলা, কলম ও মোবাইল ফোনের মধ্যে যেকোনো প্রতীক চেয়ে আবেদন করেছিল। পরে আবেদন সংশোধন করে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা দিতে অনুরোধ করা হয়। তবে ইসি জানিয়েছে, সংরক্ষিত ৫০টি প্রতীক থেকে কোনো একটি বাছাই করতে হবে।
প্রধান প্রতীকের তালিকায় রয়েছে: কলা, বেগুন, বাঁশি, লাউ, কলম, মোবাইল ফোন, আলমারি, খাট, ঘুড়ি, জাহাজ, টেলিফোন, ফ্রিজ, মোরগ, চশমা, টিফিন ক্যারিয়ার সহ মোট ৫০টি।
ইসি জানিয়েছে, এনসিপি ৭ অক্টোবরের মধ্যে নির্বাচিত প্রতীকের জন্য লিখিতভাবে চিঠি জমা দেবে। এনসিপি নেতারা দাবি করছেন, শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা প্রতীক তাদের নিবন্ধনের জন্য অপরিহার্য।















